প্রধান শিক্ষকের বাণীঃ

অষ্ট মনীষা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার অষ্ট মনীষা ইউনিয়নের প্রাণকেন্দ্রে অবস্থিত। বিদ্যালয়টি 1937 সালে অত্র গ্রামের গুণীজনদের প্রচেষ্টায় আলো ছড়ানোর জন্য যাত্রা শুরু করলেও পরে তা এলাকা ব্যাপী সাড়া ফেলে। শিক্ষকরা বলা চলে নামকাওয়াস্তে সম্মানিতে শিক্ষার আলো ছড়িয়ে দিলেও আজ তা অনেক সমৃদ্ধশালী। দেশের প্রাথমিক শিক্ষার স্মরণীয় বিপ্লব যার হাত দিয়ে তিনি হলেন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারই উত্তরসূরি আজ বাংলাদেশের প্রাথমিক শিক্ষা তথা সমগ্র রাষ্ট্রকে ডিজিটাল থেকে স্মার্ট এর রূপায়ণ করতে যাচ্ছেন। আজ দেশের প্রাথমিক বিদ্যালয়ের যাবতীয় সেবা সমূহ শিক্ষার্থীদের দোরগোড়ায় পৌঁছানোর যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সর্বক্ষেত্রেই যখন যুগোপযোগী সমৃদ্ধি তখন পিছিয়ে থাকার কোনো অবকাশ নেই। দেশের প্রাথমিক শিক্ষারও। শিক্ষার মূল ভিত্তি প্রাথমিক শিক্ষাকে বিশ্বমানের করার জন্য অক্লান্ত পরিশ্রম তাদের প্রতি রইল সীমাহীন শ্রদ্ধা সম্মান ভালোবাসা। শিক্ষার কাফেলা পৌছে যাক তার সঠিক লক্ষ্য স্থলে এই প্রত্যাশায় সকলের সর্বাত্মক প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করলাম।
জয় বাংলা
বাংলাদেশ চিরজীবী হোক প্রধান শিক্ষক
মো: আনোয়ার হোসেন